খ্যাতনামা পরিচালক প্রকাশ ঝাঁ পরিচালিত ‘আশ্রম’ সিরিজে অদিতি পাম্মির চরিত্রে সবার ভালোবাসা কুড়িয়েছেন। এই ওয়েব সিরিজে তাঁকে কুস্তিগিরের ভূমিকায় দেখা গেছে। তবে এই চরিত্রের মতো নিজেকে গড়ে তুলতে অনেক ঘাম ঝরাতে হয়েছে অদিতিকে।
এই তরুণী অভিনেত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেশাদার কুস্তিগির সংগ্রাম সিংয়ের কাছে রোজ প্রশিক্ষণ নিয়েছেন। আর প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা তিনি কুস্তির অনুশীলন করেছেন। অদিতি নিজের প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘আমার চরিত্রটি দর্শকের মনে ধরেছে। কিন্তু দর্শকের সামনে এই চরিত্রে আসা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আর ববি (দেওল) স্যারের সঙ্গে কুস্তি করা মোটেও মুখের কথা নয়। আমার ওজন তাঁর অর্ধেক। তবে সবচেয়ে মজার ব্যাপার, কুস্তির সময় ববি স্যার আমার চেয়ে বেশি ভয় পেয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘আশ্রম সিরিজের শুটিং চলাকালে আমি অনেক আঘাত পেয়েছি। এখনো আমার ক্ষত শুকায়নি। তবে আমার কাছে প্রতিটি ক্ষত মূল্যবান। কারণ, যে পরিমাণ ভালোবাসা আর প্রশংসা দর্শকদের কাছ থেকে পেয়েছি, তা অমূল্য।’
পাম্মির চরিত্র ব্যক্তি অদিতিকে কতটা বদলেছে, এ সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছুটা নিশ্চয়। আমি পাম্মির থেকে ধৈর্য আর সাহস—এ দুই জিনিস শিখেছি। তবে এই চরিত্র করতে করতে কোথাও আমার ব্যক্তিত্ব কিছুটা প্রকাশ পেয়েছে। তবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পাম্মির মতো ধৈর্য আর সাহসের প্রয়োজন।’
আশ্রম থ্রিতে ববি দেওল, অদিতি ছাড়া এষা গুপ্তা, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, চন্দন রায় সান্যাল, তুষার পান্ডে, তৃধা চৌধুরীসহ অনেকে আছেন। ৩ জুন ওটিটিতে আসছে এই সিরিজ।