পূজার মাঝেই গঙ্গায় ঝাঁপ অক্ষয়ের

বলিউড বনাম সাউথ সিনেমার তুমুল লড়াইয়ে পাল্টাপাল্টি টক্কর দিচ্ছে দুই ইন্ডাস্ট্রি। একের পর এক ব্লকবাস্টার হিট সাউথের সিনেমাকে টক্কর দিতে তৎপর বলিউড সুপারস্টাররাও। বলিউডের খানদের পাশাপাশি এ তালিকায় রয়েছেন বলি খিলাড়ি অক্ষয় কুমারও।

ইদানীং সিনেমাপ্রেমীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘পৃথ্বীরাজ’। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ছবিটির প্রচার-প্রচারণায় হোক কিংবা পূজা-অর্চনায় কিছুতেই কোনোরকম কমতি রাখছেন না অক্ষয়।

সিনেমা মুক্তির আগে বারানসিতে হাজির হলেন এ অভিনেতা। গোলাপি রঙের পাঞ্জাবি, কপালে তিলক, আর হাতে প্রদীপ ও ফুলের থালা নিয়ে পূজা করতে অভিনেত্রী মানুশি চিল্লারের সঙ্গে বারানসিতে গিয়েছিলেন তিনি।

সেখানে ছবির প্রচারণার জন্য উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীও। তবে এখানেই শেষ নয়, সেখানকার ভক্তদের অবাক করে দিয়ে পূজার মাঝেই গঙ্গায় ডুব দেন অক্ষয়। নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অক্ষয়।

মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ক্যাপশনে তিনি লেখেন: ৩ জুন মুক্তি পাচ্ছে ‘পৃথ্বীরাজ’। এদিকে দ্বাদশ শতাব্দীর রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী এবার উঠে আসবে যশ রাজ ফিল্মসের এই পিরিয়ড ড্রামায়।

সিনেমায় সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয়। এ সিনেমার হাত ধরেই অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে হাতেখড়ি হতে চলেছে অভিনেত্রীর। সিনেমাটিতে অক্ষয় কুমার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মানুশি চিল্লার, সোনু সুদ, সঞ্জয় দত্ত, মানব ভিজ।