Poacher arrested with deer meat in Patharghata

বরগুনার পাথরঘাটায় সরোয়ার (৫৫) নামের এক হরিণ শিকারিকে পাচারের সময় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার চরদুয়ানী বাজার থেকে হরিণের মাংসসহ তাকে আটক করে স্থানীয় জনতা। আটক সরোয়ার পাথরঘাটার বাদুরতলা গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

 

 

 

No description available.

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবন থেকে পাচারকালে জবাইকৃত হরিণের মাংসসহ ১ পাচারকারীকে এলাকাবাসী ধরে থানায় খবর দিলে আমরা আসামিসহ হরিণের মাংস জব্দ করে থানায় নিয়ে আসি।

image_pdfimage_print