পাকিস্তানের এক ক্রিকেটারের স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে সমালোচনার মুখে পড়েছেন কিউই ধারাভাষ্যকার সায়মন ডুল। এমন ঘটনা ঘটেছে পাকিস্তান সুপার লিগ- পিএসএল আসরে।
দেশটির শীর্ষ স্থানীয় টি-টোয়েন্টি এই লিগে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন ডুল। সাবেক এই পেস তারকা প্রথমে আলোচনায় আসেন বাবর আযমের সমালোচনা করে।
পিএসএল ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে সায়মন ডুল বলেন, বাবর কখনও দলের জন্য খেলেন না। তিনি তার রেকর্ড ও ব্যক্তিগত পরিসংখ্যানের জন্য খেলে থাকেন।
তিনি বলেন, ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলেন বাবর আজম। দলের জন্য মোটেও নিবেদিত প্রাণ নন তিনি। ডুলের এমন মন্তব্য নিয়ে পাকিস্তানে দারুণ আলোড়ন তৈরি হয়।
এর রেশ কাটতে না কাটতেই ডুল আরেক বিতর্ক জড়ান পাকিস্তানের ক্রিকেটার হাসান আলীর স্ত্রী সামাইয়া আরজুর রূপ নিয়ে বেফাঁস মন্তব্য করে। যা মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
পিএসএলে আসরে ৭ মার্চ খেলা ছিল ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানের। আর সেই ম্যাচে হাসান আলির স্ত্রী সামাইয়া আরজুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান ডুল।
ধারাভাষ্য দেয়ার সময়ে সামাইয়া আরজুর প্রশংসা করেন। তার সতীর্থ ধারাভাষ্যকার তা শুনে হাসতে শুরু করেন। কিছু সময়ের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
সুলতানের রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ম্যাচ জিতে নেয় ইসলামাবাদ। সেই সময়ে সাইমন ডুল ধারাভাষ্য দিচ্ছিলেন।
ম্যাচ জেতার পরে ইসলামাবাদের খেলোয়াড়, সমর্থকরা আনন্দে আতিশয্যে লাফাতে শুরু করেন। সে সময়ে ক্যামেরা ধরা হাসান আলির স্ত্রী সামাইয়া আরজুকে। তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেন।
সামাইয়াকে উদ্দেশ্য করে ডুল বলতে থাকেন, ও জিতে নিয়েছে। আমি নিশ্চিত অনেকেরই হৃদয় নিয়েছে এই নারী। দুর্দান্ত সৌন্দর্য। চোখ ফেরানো যায় না এমন সৌন্দর্য। সে সঙ্গে জয়ও দুর্দান্ত।