পাকিস্তানে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দামে রেকর্ড

আবারো পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়ালো শাহবাজ শরীফ সরকার। মিনি বাজেট পাস করার পর দাম বাড়ানো হলো।

এক লিটার পেট্রোলের দাম ২২ রুপি ২০ পয়সা বেড়ে হলো ২৭২ রুপি। ডিজেলের দাম ১৭ রুপি ২০ পয়সা বেড়ে হয়েছে ২৮০ রুপি। কেরোসিনের দাম বাড়িয়ে করা হয়েছে লিটারপ্রতি ২০২ টাকা ৭৩ পয়সা। খবর ডয়চে ভেলের।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ডলারের তুলনায় রুপির দাম কমে যাওয়ায় এই দাম বাড়াতে হলো।

আইএমএফের কাছ থেকে ঋণ নিতে চাইছে পাকিস্তান। এমতাবস্থায় শুধু পেট্রোল-ডিজেল-কেরোসিনই নয়, গ্যাসের দামও বাড়ানো হয়েছে।

জিও টিভি জানাচ্ছে, বৃহস্পতিবার সরকার জানিয়েছে, রান্নার গ্যাস ও শিল্পে ব্যবহৃত গ্যাসের মাসুল ১১২ শতাংশ বাড়ানো হলো।

পাকিস্তানের সংবাদপত্র ডন জানাচ্ছে, এমনিতেই সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সম্প্রতি বেড়েছে এবং সরকারের সিদ্ধান্তের ফলে তা আরো বাড়বে। তার ওপর বাণিজ্যিক ব্যাংকগুলি এখনো ভোজ্য তেল আমদানি করার জন্য লেটার অফ ক্রেডিট(এলসি) দিচ্ছে না। এলসি পেলে তেল আনতে ৪৫ থেকে ৬০ দিন লাগে। ফলে রমজানের সময় ঘি ও ভোজ্য তেলের চাহিদা মেটানো সম্ভব নাও হতে পারে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মিনি বাজেটে ভোজ্য তেল, বিস্কিট, জ্যাম, জেলি, টকোলেট, প্রসাধনী, কফি, ক্রিম, শ্যাম্পু, নুডলস, খেলনা, হেয়ার জেল, হেয়ার রিমুভিং ক্রিম, শেভিং জেল, ক্রিম, কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রনিক জিনিসসহ একগুচ্ছ জিনিসের ওপর জিএসটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ফলে এই সব জিনিসের দাম বাড়বে।

তার ওপর পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ানোয় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে।