পরমাণু অস্ত্র ইস্যুতে পাকিস্তানকে নিয়ে আবারও মত বদল করেছে আমেরিকা। পাকিস্তান তাদের দেশে থাকা পরমাণু অস্ত্রাগার ঠিক মতো সামাল দিতে পারছে কি না, এনিয়ে বড় সংশয় জানায় বাইডেনের প্রশাসন। এরপরই মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদ।
আর সেই ঘটনার পরই এবার উল্টো সাফাই দিলো আমেরিকা। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণে পাকিস্তানের ক্ষমতার উপর তাদের আস্থা রয়েছে। তাই এনিয়ে আপাতত তাদের মাথা ব্যাথার তেমন কিছু নেই।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা বেদান্ত প্যাটেল সোমবার সাংবাদিকদের বলেন, পাকিস্তানের প্রতিশ্রুতি এবং তাদের পারমাণবিক সম্পদ সুরক্ষিত করার ক্ষমতার প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, নিরাপদ ও সমৃদ্ধ পাকিস্তানকে সব সময়ই নিজেদের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে আমেরিকা। আরও পরিস্কার করে বলতে গেলে, পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সহযোগিতাকে মূল্য দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
গেলো শুক্রবার ডেমোক্রেট দলের এক অনুষ্ঠানে একাধিক দেশ নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সময়ই পাকিস্তানকে ‘বিপজ্জনক দেশ’ বলে উল্লেখ করেন তিনি।
পাকিস্তান প্রসঙ্গে বাইডেন বলেন, আমার মনে হয়, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ পাকিস্তান। সে দেশের হাতে রয়েছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে।
এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, আমি পরিস্কার জানাতে চাই, পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আমাদের পারমাণবিক সম্পদ সুরক্ষিত রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও জানান, বাইডেনের মন্তব্যে তিনি রীতিমতো অবাক। এরপরেই ইসলামাবাদে ডেকে পাঠানো হয় মার্কিন দূতকে। জানানো হয় প্রতিবাদ।