২০০৮ সালে চিত্রনায়ক জিতের সঙ্গে ‘পার্টনার’ ছবিতে অভিনয় করেন অর্পিতা। ২০০৯ সালে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মামা-ভাগনে’ ছবিতে অভিনয় করেন।
২০১৯ ও ২০২০ সালে অর্পিতা কলকাতার নাকতলা উদয়ন সংঘের পূজার প্রচারণার মুখ ছিলেন। এটি কলকাতার অন্যতম বড় দুর্গাপূজা কমিটি। নাকতলা উদয়ন সংঘের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পার্থ।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ। তিনি আগে রাজ্যের শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।
পার্থের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি ও তাঁর সহযোগীরা ঘুষ নিয়ে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ দিয়েছেন।
ইডি জানায়, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ ও পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির তদন্তের সূত্রে তারা বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে বিপুল অর্থ জব্দ করা হয়েছে।
তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ দাবি করেন, এখন পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এক নারীর (অর্পিতা) বাড়িতে অর্থ পাওয়া গেছে। ওই নারীর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।