ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল কমিটিতে শীর্ষ পদ না পেয়ে নেতাকে গালি দিয়ে ক্যাম্পাসে দেয়াল লিখন করেছে পদবঞ্চিত ক্ষুব্ধ ছাত্রলীগের নেতারা।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিখ ধর্মের উপসানলয় ‘গুরুদুয়ারা নানক শাহী’র দেয়ালে ইংরেজি অক্ষরে বড় বড় করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গালি দিয়ে দেয়াল লিখন করে পদবঞ্চিত ক্ষুব্ধ নেতারা। সেখানে তারা লেখে ‘Saddam Mothercod’। যদিও পরে গভীর রাতে সাদ্দাম হোসেনের নির্দেশে তার অনুসারীরা তা মুছে ফেলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পদবঞ্চিত নেতাদের একজন বলেন, আমি দিনের পর দিন সাদ্দামকে প্রটোকল দিয়ে এসেছি। পড়াশোনা না করে তার পিছনে সময় ব্যয় করেছি। কিন্তু তিনি আমার রাজপথের পরিশ্রমের মুল্যায়ন করেননি। হল কমিটিতে পরিশ্রমীদের মুল্যায়ন করা হয়নি।
এ বিষয়ে জানতে সাদ্দাম হোসেনকে একাধিকবার মুঠোফোনে কল দেয়া হলে হলে তিনি কল রিসিভ করেননি।