নেপালে গত রোববার ২২ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দেশটির আকাশপথে যাত্রার ঝুঁকির বিষয়টি ফের আলোচনায় এসেছে। আকাশপথে যাত্রার জন্য নেপালকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। কেন নেপালে আকাশপথে যাত্রা এতটা ঝুঁকিপূর্ণ, তা খতিয়ে দেখার চেষ্টার করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
রোববার তারা এয়ারের উড়োজাহাজটি সাড়ে ১৪ হাজার ফুট ওপরে উড্ডয়নকালে হিমালয়ের একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্যভান্ডারের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরের মধ্যে নেপালে এটি ১৯তম উড়োজাহাজ দুর্ঘটনা। আর একই মৌসুমে প্রাণঘাতী দুর্ঘটনার হিসাবে এটি ১০ম।
ঠিক কী কারণে সর্বশেষ দুর্ঘটনাটি ঘটেছে, তদন্তকারীরা সবকিছু এখনো মিলিয়ে দেখছেন। গতকাল মঙ্গলবার বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন বিমানবন্দর কর্মকর্তারা।
আবহাওয়ার খামখেয়ালিপনা, দৃষ্টিসীমার সীমাবদ্ধতা এবং পাহাড়ি ভূগঠন—এসব কিছুই নেপালকে আকাশপথে যাত্রার সবচেয়ে মারাত্মক দেশের কুখ্যাতি এনে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।