খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা তরুণ যুবক তাদের সামনে এগিয়ে আসতে হবে, সাহস নিয়ে রাজপথে নামতে হবে। রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। শক্তি সঞ্চয় করেই আমাদের সামনে এগুতে হবে। আর নিজেদের মধ্যে দলাদলি, কোন্দলটা বন্ধ করতে হবে। ঐক্য ছাড়া কোনো উপায় নেই। আমাদের বাম-ডান, দক্ষিণ-পশ্চিম সবাইকে একসঙ্গে করতে হবে এবং সবাইকে একসঙ্গে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
মির্জা ফখরুল বলেন, শুধু আমলা নির্ভরতার কারণেই সরকার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং সত্যিকার অর্থেই জনগণের জীবন-জীবিকাকে বিপন্ন করে ফেলেছে।
তিনি বলেন, সরকার কখনো বলে লকডাউন, কখনো বলে সরকারি ছুটি, কখনো কঠোর লকডাউন। এটি একটা তামাশা। তাদের কাছে মানুষের জীবন-জীবিকা একটা তামাশা। এ অবস্থা জনগণ মেনে নিতে পারে না।