A new drug case has been filed against five people including Nasir-Ami at the airport police station

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলার পর রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আসামি করে আরেকটি মামলা হয়েছ।

মামলা অন্য আসামিরা হলেন, তুহিন সিদ্দিকি অমি, নাজমা আমিন বৃষ্টি, লিপি আক্তার ও সুমি আক্তার।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মানিক কুমার সিকদার এ মামলা করেছেন

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরীমনির করা মামলার প্রধান দুই আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

এর আগে, রোববার (১৩ জুন) রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানান পরীমণি। তিনি অভিযোগ করেন, ঢাকা বোট ক্লাবে নাসির উদ্দিন নামে একজন তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেছিল চার দিন আগে।