নারীদের আইপিএলে দল পেলেন দুই বাংলাদেশি

নারীদের আইপিএল খ্যাত উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এর আগেও খেলেছিলেন বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার সালমা খাতুন। তার সঙ্গে এবার সুযোগ পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। যদিও আগেই জানা গিয়েছিল এবার এ টুর্নামেন্টে খেলছেন এই দুই নারী ক্রিকেটার, তবে তারা কোন দলে খেলবেন তা জানা গেল আজ।

বাংলাদেশের দুই তারকাই এবারের টুর্নামেন্টে খেলবেন একই দলে। সালমা খাতুন থাকছেন তার পুরনো দলেই। সেখানে তার সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্তাও। দুজনেই খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে।

তবে এর আগের দুই আসরে খেলা আরেক বাংলাদেশি পেসার জাহানারা আলম এবার নেই টুর্নামেন্টটিতে। তিনি এখন ব্যস্ত দুবাইয়ে, ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে।

এবারের আসরে সালমা-সুপ্তার দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। টুর্নামেন্টের বাকি দুই দল সুপারনোভাস ও ভেলোসিটিকে নেতৃত্ব দেবেন যথাক্রমে হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মা।

আগামী ২৩ মে থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ২৮ মে পর্যন্ত। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ ভারতের পুনেতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দলের স্কোয়াডে ১৬জন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন।