Personal Correspondent:
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ মূল প্রতিপাদ্য ধারণ করে প্রতিবারে ন্যায় এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনায় আজ রবিবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। ০৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহে নেওয়া হয়েছে নানা কর্মসূচি ।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে ৫ থেকে ১০ জানুয়ারি পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে থানার শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন দেখা যায় ৷ সরেজমিনে ঘুরে দেখা গেছে, চন্দ্রগঞ্জ থানা গেট, চন্দ্রগঞ্জ বাজার, বটতলী, চর চামিতা, মান্দারী, জকসিন, দাশের হাট, দিঘলী, দত্তপাড়া, বশিকপুর, কুশাখালীসহ থানার ৯টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইজিপি, ডিআইজি এবং এসপি’র ছবি সম্বলিত দু’শতাদিক ব্যানার ও ফেস্টুন দেখা গেছে ৷
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, `পুলিশ সপ্তাহ আমাদের জন্য ঈদের দিনের মতো৷ আর এই ঈদের সালামী হচ্ছে, জন কল্যাণ মুখী বিভিন্ন দাবি৷ এই দাবিগুলো কার্যকর হলে ঈদের আনন্দ আমাদের মাঝে বিরাজ করবে৷’ এবছরের পুলিশ সপ্তাহ’র প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’৷ আমরা চাই পুলিশ জনতার মাঝে সেতুবন্ধন সৃষ্টি হোক।
প্রসঙ্গ – ২০১৯ এর পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদক তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ১৪ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং ২০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ দেওয়া হবে। সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) মরহুম মো. আক্তার হোসেনকে বিপিএম (মরণোত্তর) পদক দেওয়া হবে।
পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ, ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্মেলন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন, ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সম্মেলন, আইজিপি ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র/মাদক উদ্ধার প্রভৃতি পুরস্কার বিতরণ, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সঙ্গে কর্মরত পুলিশ অফিসারদের পুনর্মিলনী, পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইজিপির সম্মেলন এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ইত্যাদি।