আগামী নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন টিকা নেওয়া বিদেশিরা। হোয়াইট হাউজের কোভিড-১৯ বিষয়ক সমন্বয়ক জেফ জিয়েন্টস গতকাল সোমবার এই তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে আসতে হলে বিদেশিদের দুই ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। নভেম্বরের শুরুতেই করোনা ভাইরাসের কারণে জারি করা বিধিনিষেধ শিথিল করা হবে। বিভিন্ন সংস্থা এবং বিমান পরিবহন সংস্থাগুলোকে সময় দিতেই নভেম্বর থেকে নতুন নীতি কার্যকর করা হবে।
এছাড়া যুক্তরাষ্ট্রে আসার তিন দিন আগে বিদেশি এবং আমেরিকানদের করোনা ভাইরাসের পরীক্ষা করাতে হবে। বিমানে ওঠার আগে করোনার নেগেটিভ সনদ লাগবে। টিকা নেওয়া ব্যক্তিদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না। —সিএনএন