সত্তরের দশকের সাড়া জাগানো সুইডেনের জনপ্রিয় ব্যান্ড দল ‘অ্যাবা’। চার সদস্য চল্লিশ বছর পর আবারও ফিরল। আগামী নভেম্বরেই মুক্তি পেতে চলেছে তাদের নতুন অ্যালবাম ‘ভয়েজ’।
১৯৮১ সালের পর আর একসঙ্গে স্টেজে ওঠেননি বেনি অ্যান্ডারসন, অ্যাগনেথা ফলৎসকগ, আন্নি-ফ্রিদ লাইংগস্টাড, বিয়র্ন আলভেউস। আবারও ২০২১ এ এক হলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই পপ ব্যান্ডের তারকারা।
ইতিমধ্যেই অনলাইনে প্রকাশিত হয়েছে সেই অ্যালবামের দুটো গান “I Still Have Faith In You”এবং “Don’t Shut Me Down”। আগামী বছর লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হবে তাদের কামব্যাক কনসার্ট। সেই কনসার্টে এই দুই নতুন গানের সঙ্গে থাকবে আরও বিশটা গান। আপাতত আগামী ৫ নভেম্বরের অপেক্ষায় দিন কাটছে ‘অ্যাবা’-র ফ্যানদের।