নতুন এফটিপিতে বাংলাদেশের চার বছরে পূর্ণাঙ্গ সূচি

২০২৩ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। নির্ধারিত সূচিতে আগামী ৪ বছর বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ।

এফটিপি অনুযায়ী, চার বছরের সাইকেলে পূর্ণ সদস্যের ১২ দল মোট ৭৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। যেখানে ১৭৩ টেস্ট, ২৮১ ওয়ানডে এবং ৩২৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলগুলো। বর্তমান সাইকেলে ৬৯৪ ম্যাচ খেলেছিল দলগুলো। এরমধ্যে বাংলাদেশ মোট খেলবে ১৫১টি ম্যাচ। যেখানে ৩৫টি টেস্ট, ৫৯টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

তবে এফটিপির এ হিসাব শুধু দ্বিপাক্ষিক সিরিজের জন্য। এর বাইরে অন্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপেও আরও ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।

নতুন সাইকেলে বাংলাদেশ খেলা শুরু করবে আয়ারল্যান্ড সফরের তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া এই সাইকেল শেষ হবে ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়া সফরের দুই টেস্টের মধ্য দিয়ে।

এফটিপিতে থাকা ১৭ টেস্ট সিরিজের মধ্যে ১২টি থাকছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। প্রতিটি সিরিজেই থাকছে দুটি করে ম্যাচ। ১৯টি ওয়ানডে সিরিজের মধ্যে ১৮টিই হবে তিন ম্যাচের। ২০২৬ সালের জুলাইয়ে অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ে সিরিজটি হবে পাঁচ ম্যাচের।

টি-টোয়েন্টিতে ১৮ সিরিজের ১৬টি হবে তিন ম্যাচের সিরিজ। শুধু ২০২৩ এর মে মাসে হতে যাওয়া আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজটি হবে ৪ ম্যাচের। এ ছাড়া ২০২৪ এর ঘরের মাঠের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি হবে পাঁচ ম্যাচের।

এফটিপি অনুযায়ী ২০২৪ সালের আগস্টে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। সেখান থেকে ফিরে সেপ্টেম্বরে ভারতে গিয়ে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে টাইগাররা।

নতুন এ এফটিপির সবশেষ সিরিজ দিয়ে  ফুরাবে বাংলাদেশের একটা বড় আক্ষেপ। ২০২৭ এর মার্চে ২ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। বাংলাদেশ সবশেষ অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল ২০০৩ সালে