দৌলত‌দিয়ার পদ্মায় জেলের জালে ধরা ২৪ কেজির বিশাল বাগাইড় মাছ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলত‌দিয়ায় পদ্মায় এক জেলের জালে ধরা প‌ড়ে‌ছে ২৪ কে‌জি ৩০০ গ্রাম ওজ‌নের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ। মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে সাড়ে ৩১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে পদ্মার অন্তার মোড় এলাকায় জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছ‌টি বি‌ক্রির জন্য দৌলত‌দিয়া‌ ঘাটের মোহন মন্ডলের আড়তে নিয়ে আসা হয়। সেখান থে‌কে উন্মুক্ত নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন ঘা‌টের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান মিয়া।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান মিয়া জানান, সকালে ১ হাজার ৩০০ টাকা কে‌জি দ‌রে উন্মুক্ত নিলা‌মের মাধ্যমে মাছটি ৩১ হাজার ৫৯০ টাকায় কিনেছি। মাছ‌টি বিক্রির জন্য দে‌শের বি‌ভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। ত‌বে বিকাল সা‌ড়ে ৫টা পর্যন্তও মাছ‌টি বি‌ক্রি হয়নি।

তিনি আ‌রও জানান, পদ্মায় এখন প্রায়ই বড় বড় বি‌ভিন্ন প্রজা‌তির মাছ পাওয়া যা‌চ্ছে। পদ্মার মাছ সুস্বাধু হওয়ায় এই মা‌ছের বেশ চা‌হিদা র‌য়ে‌ছে।