দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ মুমূর্ষু: জাপা মহাসচিব

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা গভীর সংকটের মুখোমুখি। দুই বছর ধরে করোনা মহামারিতে সারা বিশ্ব বিপর্যস্ত। এ অবস্থা থেকে বাংলাদেশও মুক্ত নয়।

রাজধানীর কাকরাইলে রোববার বিকেলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের মাগফিরাত কামনায় জাতীয় যুব সংহতি আয়োজিত দোয়া মাহফিলপূর্ব ভার্চ্যুয়াল আলোচনা সভায় জিয়াউদ্দিন এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ‘আমরা শুরু থেকেই সরকারকে বলে আসছি, দেশের ৬৪টি জেলার হাসপাতালগুলোতে হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা করুন। দুই দিন আগে বগুড়ায় শুধু অক্সিজেনের অভাবেই ১২ জন করোনা রোগী মারা গেছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? এর দায় সরকারকেই নিতে হবে। দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ মুমূর্ষু। দেশের মানুষকে সে কী সেবা দেবে? তার নিজেরই সেবার প্রয়োজন। যদি হাসপাতালগুলোতে সরকার হাই ফ্লো অক্সিজেন সরবরাহ করত, তাহলে এভাবে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত না।’ তিনি অবিলম্বে দেশের সব হাসপাতালে করোনাসহ সব রোগীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।