বাংলাদেশ সফরে এসে রীতিমতো নাজেহাল এখন অস্ট্রেলিয়া। বিশেষ করে মোস্তাফিজের কাছে নাকানি-চুবানি খাচ্ছে ম্যাথু ওয়েডের দল। তার বল যেন বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
মিরপুরের উইকেটে বাঁহাতি এ পেসারের কাটার-স্লোয়ার যেন ধাঁধা হয়ে ধরা দিচ্ছে তাদের কাছে। প্রথম ম্যাচে চার ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ২৩ রানে ৩ উইকেট নেন। আর তৃতীয় ম্যাচে ৪ ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ৯ রান দিয়েছেন। এর মধ্যে ১৯তম ওভারে এসে দিয়েছেন মাত্র ১ রান। এক কথায় দুর্দান্ত মোস্তাফিজ।পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ২৩ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে জয় পায় স্বাগতিকরা। আর তৃতীয় ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব ১০ রানের জয়। টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ার সামনে এখন হোয়াইটওয়াস হওয়ার চোখ রাঙানি। আজ সিরিজ হেরে মনোবলও ভেঙে গেছে টিম অস্ট্রেলিয়ার।