Neighborhood tea shops in Dhaka are closed at 11 pm

সব চায়ের দোকান রাত ১১টায় বন্ধের নির্দেশ দিয়েছে ডিএমপি

রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে রবিবার (২৮ এপ্রিল) মাসিক অপরাধ পর্যালোচনা সভা হয়েছে। সভায় রাজধানীর ৫০টি থানা এলাকায় মার্চ মাসে ঘটে যাওয়া অপরাধ নিয়ে পর্যালোচনা হয়।

সভায় সব থানা-পুলিশকে রাত ১১টায় চায়ের দোকান বন্ধের বিশেষ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া।

নির্দেশনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় অলিগলিতে মধ্যরাত এমনকি, কোনো কোনো এলাকায় সারারাতই চায়ের দোকান খোলা থাকে। এসব দোকানে চা খাওয়ার নামে লোকজন রাতভর আড্ডা দেয়। এসময় অনেক অপরাধীও এলাকার সাধারণ মানুষের সঙ্গে মিশে যায়। সুযোগ বুঝে চুরি-ছিনতাই করে তারা।

ডিএমপি কমিশনার আরও বলেন, ছিনতাই-চুরির মতো অপরাধ প্রতিরোধে রাতের বেলা গলির-রাস্তার মোড়ের চায়ের দোকান বন্ধ করে দিতে হবে। রাস্তার পাশে থাকা বিড়ি-সিগারেট ও চা-পানের দোকান রাত ১১টায় বন্ধ করে দিতে হবে।

ডিএমপি কমিশনার এ সময় সমাজে অপরাধের কারণ অনুসন্ধান করে সেগুলো প্রতিরোধে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশ দেন।

সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষায় ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হয়।