ডিজিটাল মাধ্যমে সরকারের কাজ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী

ডিজিটাল মাধ্যমে সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে ভুল তথ্য আর গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মন্ত্রণালয়গুলোকে ডিজিটাল প্লাটফর্মে তাদের কর্মকাণ্ড আর সফলতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৭ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা শেষে তিনি এ আহ্বান জানান।

বিশ্ব অর্থনৈতিক মন্দায় বাংলাদেশ এখনও ভালো আছে উল্লেখ করে দ্রুত শেষ করা যাবে এমন উন্নয়ন প্রকল্পগুলো আগেভাগে শেষ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে যেসব উন্নয়ন কাজ শেষ করা যায়, সেসবে কোনো দীর্ঘসূত্রিতা করা যাবে না বলে জানান সরকার প্রধান।