ডিজিটাল পশুর হাটে এক ছাগলের দাম সাড়ে তিন লাখ টাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল পশুর হাটে বিক্রির জন্য উঠেছে সাড়ে তিন লাখ টাকা দামের ছাগল। এখন পর্যন্ত এটিই এ হাটে সর্বোচ্চ দামের ছাগল। বিটল জাতের এ ছাগলের ওজন ১৪৫ কেজি। সাড়ে তিন লাখ টাকা দাম হাঁকা হলেও এখন পর্যন্ত ছাগলটি কিনতে সর্বোচ্চ ২ লাখ ১৫ হাজার টাকা দাম প্রস্তাব করেছেন একজন ক্রেতা। কিন্তু ছাগলটি এখনো বিক্রি হয়নি।

গত রোববার চালু হওয়া এ ডিজিটাল হাটে ছাগলটি বিক্রির জন্য তুলেছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের আমিশ অ্যাগ্রো নামে একটি খামার। খামারটির অন্যতম উদ্যোক্তা মতিউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিটল জাতের ছাগলটির বয়স ১৮ মাস, উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি। এ জাতের ছাগলের উৎপত্তিস্থল ভারতের পাঞ্জাব প্রদেশ। সেখান থেকেই মা ছাগল আনা হয়েছিল। পরে আমাদের খামারে কৃত্রিম প্রজননের এ জাতের কয়েকটি ছাগল উৎপাদন করা হয়। দুধ ও মাংস উৎপাদনের জন্য জাতটির বেশ সুনাম রয়েছে।