‘ভুল তথ্য’ ছড়ানো এবং সাধারণ মানুষের উদ্দেশে ভুল বার্তা দেওয়ার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনকে আইনি নোটিশ পাঠিয়েছে ‘ইন্ডিয়ান বার অ্যাসোসিয়েশন’ (আইবিএ)। সোমবার (৩১ মে) এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, করোনার চিকিৎসায় ‘আইভারমেকটিন’ নামক ওষুধটি ব্যবহার করা যাবে, ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট পেশ করে সম্প্রতি এমনটাই জানিয়েছে ‘ফ্রন্ট লাইন কোভিড-১৯ ক্রিটিক্যাল কেয়ার অ্যালায়েন্স’ এবং ‘ব্রিটিশ আইভারমেকটিন রেকমেন্ডেশন ডেভেলপমেন্ট প্যানেল’। সৌম্যার বিরুদ্ধে অভিযোগ, তিনি সেই রিপোর্টকে অগ্রাহ্য করে ‘ভুল তথ্য’ দিয়েছেন এবং মানুষ যাতে ওই ওষুধটি ব্যবহার না করেন, সেই চেষ্টাই করেছেন।
বিবৃতি জারি করে আইবিএ জানিয়েছে, দেশের নাগরিকদের যাতে আর ভুল বার্তা দিতে না পারেন সৌম্যা স্বামীনাথন, তার জন্যই তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। যদিও আইভারমেকটিন ওষুধে ছাড়পত্র দিয়ে আইসিএমআর এবং দিল্লির এমস জানিয়েছে, যাঁদের অল্প উপসর্গ রয়েছে, তাঁদের ওই ওষুধ দেওয়া যেতে পারে।