Gold prices fell for the fifth time in a row

টানা পঞ্চম দফায় দেশের বাজারে দাম কমলো স্বর্ণের। আজ রবিবার সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম ৩১৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন- বাজুস। এতে এই মানের স্বর্ণের প্রতি ভরির নতুন দাম হয়েছে ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা। এ নিয়ে পাঁচ দিনে ভরি প্রতি স্বর্ণের দাম কমেছে ৬ হাজার ৮১৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম কমায় দাম সমন্বয় করা হয়েছে। আজ রবিবার বিকেল ৪টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে (প্রতি ১১.৬৬৪ গ্রাম) ৩১৫ টাকা কমানোয় নতুন দাম হচ্ছে ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা। রবিবার দুপুর পর্যন্ত যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা।

এছাড়া  ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৩০৪ টাকা কমানোয় নতুন দাম ১ লাখ ৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২৫৬ টাকা কমানোয় নতুন দাম ৯২ হাজার ১৪৬ টাকা হয়েছে। আর সনাতনী স্বর্ণে ভরিতে ২১০ টাকা কমানোয় নতুন দাম হয়েছে ৭৬ হাজার ৬৩২ টাকা ।

এর আগে ২৭ এপ্রিল ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ৬৩০ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা এবং ২৩ এপ্রিল ৩১৩৮ টাকা কমানো হয়। চলতি মাসে ৬ এপ্রিল, ৮ এপ্রিল ও ১৮ এপ্রিল স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল ১৭৫০, ৮ এপ্রিল ১৭৫০ এবং ১৮ এপ্রিল ২০৬৫ টাকা বাড়ানো হয়। পরে ২০ এপ্রিল কমানো হয় ৮৪০ টাকা এবং তার একদিন পর ২১ এপ্রিল ফের ৬৩০ টাকা বাড়ায় বাজুস। তার পর থেকেই আজ ২৮ এপ্রিল কমানোর মধ্যে দিয়ে টানা পঞ্চমদিন স্বর্ণের দাম কমালো বাজুস।

চলতি বছর এ নিয়ে ১৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে জুয়েলারি ব্যবসায়সীদের সংগঠন- বাজুস। চলতি এপ্রিলে ১০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে ৬ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হয়েছে চার বার। গত বছর মোট ২৯ বার কমানো-বাড়ানো হয় স্বর্ণের দাম।