তারকায় ঠাঁসা আবাহনী দল থেকে এবার জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন ১০ ক্রিকেটার। ফলে মঙ্গলবার (৩০ এপ্রিল) ডিপিএলের বিপক্ষে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল আবাহনী। শেষ পর্যন্ত দল সাজাতে জাতীয় দলের ক্যাম্প থেকে ৩ ক্রিকেটারকে ফিরিয়ে আনা হয়েছে।
জাতীয় দলের ক্যাম্প চলছে চট্টগ্রামে। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে। সেই চট্টগ্রাম থেকে আবাহনীর দলে ডেকে আনা হয়েছে আফিফ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব। শুধু এই তিন ক্রিকেটারই নয়, রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি থেকেও তরুণ ক্রিকেটারদের নিয়ে এসে দল গড়তে হয়েছে দেশের ক্রিকেটের শীর্ষ ক্লাব দলটি।
এদিকে জাতীয় দলের ক্যাম্প থেকে ডাক পেয়েছেন মোহামেডানের মাহমুদউল্লাহ রিয়াদ। এতে মোট ৪ ক্রিকেটারকে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে পাঠানো হয়েছে প্রিমিয়ার লিগ খেলতে।
জিম্বাবুয়ের সিরিজকে সামনে রেখে মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ডিপিএলের খেলা থাকায় এই ক্যাম্পে থাকছেন না ৪ ক্রিকেটার। ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে আবেদন করে এই চার ক্রিকেটারকে দলে চেয়েছে আবাহনী ও মোহামেডান।
বিসিবি ক্রিকেট অপারেশন বিভাগের ইনচার্জ ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস সংবাদমাধ্যমকে বলেন, ‘চারজন ক্রিকেটারকে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলার অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে আবাহনীর তিন ক্রিকেটার হচ্ছে আফিফ হোসেন ধ্রুব, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব। মোহামেডানের মাহমুদউল্লাহ।