প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে ৬ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২২ বলে ২৪ রান করে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান পূর্ণ করেন সাকিব। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এই নজির গড়লেন তিনি।
সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান করেছেন তামিম ইকবাল। ২৩৮ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে ৬৮৮৬ রান আছে তামিমের।
আর ৩৬৯তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করে ৬ হাজার ৬ রান সাকিবের। ব্যাট হাতে ২৩টি হাফ-সেঞ্চুরি আছে তার।