চীনে নতুন আতঙ্ক ওমিক্রন বিএফ-৭

চীনে নতুন আতঙ্ক হিসেবে সংক্রমণ শুরু করেছে ওমিক্রনের শক্তিশালী ভ্যারিয়েন্ট বিএফ পয়েন্ট সেভেন ভাইরাস। এটি আগের অন্য যেকোনো ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি সংক্রামক বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। একইসাথে এটির প্রভাবেই চীনে দ্রুত হারে করোনাভাইরাস বিস্তার ঘটাচ্ছে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) চীনের রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্রের (সিসিডি) মুখ্য স্বাস্থ্যবিদ জু ওয়েনবো এই তথ্য জানান। খবর সিসিটিভি প্লাসের।

জু ওয়েনবো বলেন, ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টটি মূল ভাইরাস থেকে কয়েকগুণ বেশি শক্তিশালী। এটি জুলাই মাসে প্রথম মানবদেহে শনাক্ত হয়। এটি মারাত্মক সংক্রামক হলেও ততোটা প্রাণঘাতী নয়। নমুনা পরীক্ষা ছাড়া ভ্যারিয়েন্টটি শনাক্ত করা কঠিন। কারণ, শরীরে করোনাভাইরাসের মতোই উপসর্গ দেখা যায়।

এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে সাধারণ চিকিৎসা এবং ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিদরা। একইসাথে প্রবীণদের ক্ষেত্রে তারা শক্তিশালী বুস্টার ডোজ প্রয়োগের পরামর্শ দিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৫ হাজার মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হয়েছে এই ভ্যারিয়েন্ট।

image_pdfimage_print