600,000 vaccines from China are arriving today

চীন সরকারের দেওয়া দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান আজ ঢাকার পথে রওনা দিয়েছে।

ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা বাংলাদেশে পাঠায়।  সিনোফার্মের তৈরি ওই টিকার ৩০ হাজার অবশ্য বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের জন্য বরাদ্দ করা হয়েছে।

পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় আরও ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।  এবার যে টিকা চীন উপহার পাঠাচ্ছে, তাও সিনোফার্মের তৈরি।

image_pdfimage_print