চীনের সঙ্গে জরুরি যোগাযোগের জন্য লাল টেলিফোনের চিন্তা যুক্তরাষ্ট্রের

শীতল যুদ্ধের সময় পরমাণু যুদ্ধ পরিস্থিতি এড়াতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র লাল টেলিফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতো। এবার জরুরি ভিত্তিতে চীনের সঙ্গেও যোগাযোগ করতে লাল টেলিফোন স্থাপন করার চিন্তা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।Cold War Red Phones

তবে এই প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে। চীনের কাছেও এ বিষয়ে কোনও প্রস্তাব পাঠানো হয়নি। এদিকে চীনের জিনজিয়াং প্রদেশ থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটে আইন পাস হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীর ওপর বেইজিংয়ের গণহত্যার শাস্তি হিসেবে এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র মনে করে, জিনজিয়াং প্রদেশে জোরপূর্বক শ্রম দ্বারা বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়।