চীনের বড় একটি শিল্পাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংয়ে প্রতিদিন প্রায় ১০ লাখের মতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে। রোববার চীনা প্রদেশটির কর্তৃপক্ষ এই আশঙ্কার কথা জানিয়েছে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, চীনের মূলভূখণ্ডে গত কয়েক দিন ধরে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও শনিবার পর্যন্ত গত পাঁচদিনে করোনায় কোনো মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি চীন সরকার।
বিশেষজ্ঞ ও দেশটির জনগণ করোনায় আক্রান্ত নিয়ে সঠিক তথ্য প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি জিরো-কোভিনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার পর থেকেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করে। জিরো-কোভিডনীতির আওতায় লাখো মানুষকে দীর্ঘদিন ধরে টানা লকডাউনে রাখা হয়েছিল।
৬ কোটি ৫৪ লাখ জনসংখ্যার প্রদেশটি জানিয়েছে, আক্রান্তদের মধ্যে হাসপাতালে ১৩ হাজার ৫৮৩ জনের চিকিৎসা দেয়া হয়েছে। একজন রোগীর গুরুতর উপসর্গ রয়েছে। ২৪২ জনের সংক্রমণ ভয়াবহ।