Chinese vaccine 'Corona Vac' approved

চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস লিমিটেডের ভ্যাকসিন ‘করোনা ভ্যাক’ অনুমোদন দিয়েছে সরকার। জরুরি ব্যবহারের জন্যে রবিবার সরকার ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন (ইইউএ) ইস্যু করেছে।

ইনসেপটা ভ্যাকসিনস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।

গত ১ জুন জরুরি ব্যবহারের তালিকায় ‘করোনা ভ্যাক’কে অন্তর্ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও, ২২টির মতো দেশে ওষুধ নিয়ন্ত্রণ সংস্থাগুলো এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে

image_pdfimage_print