‘চরিত্র রূপায়ণে পরিশ্রমের বিকল্প নেই’

বর্তমানে ‘গণপথ’ সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সিনেমাটিতে তিনি টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করবেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রস্তুতির কিছু ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

Kriti Sanon on 6 yrs in Bollywood: I am living my dream

ভিডিওটিতে দেখা যাচ্ছে, জিমে প্রশিক্ষকের সঙ্গে কঠোর পরিশ্রমে নিজেকে প্রস্তুত করছেন কৃতি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রস্তুতি! কিন্তু প্রথম ওয়ার্ম আপ!’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় নিজের অভিনয় আরো প্রাণবন্ত করার চেষ্টা করি। তাই চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুতির কমতি রাখতে চাই না। চরিত্র রূপায়ণে পরিশ্রমের বিকল্প নেই। তাছাড়া টাইগারের মতো অভিনেতার সঙ্গে অ্যাকশন দৃশ্যে কাজ করতে হলে এছাড়া কোনো উপায়ও নেই। আশা করছি, দর্শকদের হতাশ হতে হবে না। দারুণ একটি কাজের অংশ হতে যাচ্ছি।’

Kriti Sanon is Enjoying Cooking, Check out the Photos!! | Latest & Breaking  News, India News, Political, Sports- Since independence

এদিকে এই সিনেমাটির বাইরে কৃতি অভিনয় করছেন ‘আদিপুরুষ’ সিনেমাটিতে। এতে তার বিপরীতে প্রভাস ও সাইফ আলী খানকে দেখা যাবে। সিনেমাটি ২০২২ সালের ১১ আগস্ট মুক্তির কথা রয়েছে। এছাড়াও কৃতির হাতে রয়েছে ‘বচ্চন পান্ডে’, ‘ভেদিয়া’, ‘হুম দো হামারি দো’র মতো বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমার কাজ। তবে প্রতিটি সিনেমার গল্প ও চরিত্র ভিন্ন ভিন্ন হওয়ায় একের পর এক কাজ করতে চান তিনি। কারণ একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করতে গেলে চরিত্রের প্রতি সুবিচার করা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন এই অভিনেত্রী।