উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় স্মৃতিচারণা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘কামাল লোহানী একজন বিপ্লবী ছিলেন। বিপ্লবকে তাঁর মন ও জীবন থেকে কখনোই সরিয়ে রাখা যায়নি। আমরা যখনই কোনো আলোচনার সূত্রপাত করতাম, সেটি গিয়ে থামত—চলুন আমরা আবার একত্র হই। তিনি সব সময় চাইতেন সব মতাদর্শের কমিউনিস্টরা একত্র হয়ে দেশকে এগিয়ে নিক। বছর বছর শুধু স্মরণ না করে তাঁকে যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি এবং সবাইকে নিয়ে একত্র হওয়ার স্বপ্ন যেন পূরণ করতে পারি।’
মাহমুদ সেলিম বলেন, ‘কামাল লোহানী জীবনের মার্ক্সবাদের দীক্ষাকে কখনো হাতছাড়া করেননি। এমনকি পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের বিভাজন তিনি মেনে নেননি। বামপন্থীদের একত্র করার যে স্বপ্ন কামাল লোহানী দেখেছিলেন, সেটা পূরণ করার চেষ্টা যেন আমরা চালিয়ে যাই।’
উদীচীর সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবু সাঈদ খান, মোস্তাক হোসেন, কামাল লোহানীর সন্তান সাগর লোহানী, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার, জামসেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান প্রমুখ।