জাহীদ রেজা নূর বলেছিলেন, সুরটা লোকজ হলে ভালো হয়। সমরজিৎ রায়ও লোকজ ও ধ্রুপদি গানের মিশেলে তৈরি করলেন সংগীত। এরপর সম্পন্ন হলো গানটির বাদবাকি কাজ। ‘চিত্রা নদীর পাড়’ শিরোনামের এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন গানটির শিল্পী সমরজিৎ রায় নিজেই। আগামীকাল সোমবার গানটি প্রকাশ করা হচ্ছে সমরজিৎ রায়ের ইউটিউব ও ভেরিফায়েড ফেসবুক পেজে।
গানটি সম্পর্কে সমরজিৎ বলেন, ‘জাহীদ রেজা নূর ভাইয়া আমার ভীষণ পছন্দের একজন ব্যক্তিত্ব, প্রিয় কবি। ভীষণ ভালো লাগা কাজ করছে তাঁর লেখা প্রথম গানের শিল্পী হতে পেরে। লোকজ ধাঁচের এই গানের কথাগুলো ভীষণ সুন্দর। তাই সেভাবেই সুর ও সংগীতায়োজন করে গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, সবার ভালোই লাগবে।’
গানটি নিয়ে জাহীদ রেজা নূর বলেন, ‘গানটা হঠাৎ করেই মাথায় এল। মাথায় বিদ্যুৎ চমকের মতো বেশ কিছু ইমেজ ভেসে বেড়াতে লাগল। সেগুলোকেই শব্দে পরিণত করেছি। সমরজিৎ গানটি করেছে। ভবিষ্যতে আমাদের দুজনের আরও কিছু কাজ করার ইচ্ছা আছে।’