Victory of democracy in Gazipur, lies of BNP proved false: Obaidul Quader

গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। বিএনপি নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করেছে, সেটা মিথ্যা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ মে) বিকালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, গাজীপুরে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হলে দেশের মানুষ যতোটা খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়েছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়ায়। নির্বাচনে আওয়ামী লীগ জোর করে নিজেদের প্রার্থীকে জেতাতে যায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সবসময় সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপির ভোট আরো কমে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।