Drug dealer Md. Babul Uddin arrested along with marijuana.

০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মোঃ বাবুল উদ্দীন (২৬) গ্রেফতার।
ইং ০৩/০৫/২০২১ তারিখ লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে লক্ষীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দীন মহোদয়ের নের্তৃত্বে লক্ষ্মীপুর মডেল থানায় কর্মরত এসআই মোঃ মোতাহের হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ আসামী মোঃ বাবুল উদ্দীন, পিতা-মোঃ সেলিম উদ্দীন, সাং-বশির উল্যা মিয়া গ্রাম, পোঃ আফাজিয়া বাজার, চরকিং ইউপি, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করেন।
image_pdfimage_print