‘ক্যারিয়ারে দারুণ সময় পার করছি’

ক্যারিয়ারে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন বলিউড অভিনেত্রী সানায়া মালহোত্রা। বর্তমানে তার হাতে রয়েছে তেলেগু সিনেমার হিন্দি রিমেক ‘হিট:দ্য ফার্স্ট কেস’ ও ‘লাভ হোস্টেল’ সিনেমা দুটির কাজ। সিনেমা দুটিতে তিনি রাজকুমার রাও, ববি দেওল ও বিক্রান্ত মেসির মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা মিলবে সানায়ার।

এ প্রসঙ্গে সানায়া বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে খুবই উত্তেজনাপূর্ণ সময় পার করছি। কারণ কিছু মেধাবী নির্মাতা ও অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সব গুলো সিনেমায় আমি আলাদা আলাদা চরিত্রে নিজেকে উপস্থাপন করছি। কাজে এ ধরনের বৈচিত্র্যতা সত্যি আমাকে অনুপ্রাণিত করে।’ ‘হিট:দ্য ফার্স্ট কেস’ সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন রাজকুমার রাও।

রাজকুমারের সঙ্গে কাজের সুযোগ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘রাজকুমারের সঙ্গে কাজের সুযোগ পেয়ে সত্যি আমি উচ্ছ্বসিত। তার চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা রবাবরই আমাকে মুগ্ধ করে। এই সিনেমাটিতেও আমি দেখতে চাই তিনি কীভাবে পর্দায় নিজেকে উপস্থাপন করেন। তাছাড়া এই সিনেমাটির গল্পও অসাধারণ। সেটে যাওয়ার অপেক্ষায় আছি।’‘ক্যারিয়ারে দারুণ সময় পর করছি’

এছাড়া নিজের ক্যারিয়ার নিয়ে সানায়া বলেন, ‘প্রতিটি সিনেমায় নিজেকে একজন মানুষ ও ভালো অভিনেত্রী হিসেবে তৈরি করছি। ভালো কিছু মানুষের সঙ্গে কাজের সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি। কারণ তারা আমাকে নিজের প্রতি বিশ্বাস তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছেন। এটা আমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল।’