ব্রাড ২০২০ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন। এই সিনেমার পরিচালক কুয়েন্টিন ট্যারান্টিনো তাঁর প্রিয় অভিনেতার একজনের বিদায়ের ইঙ্গিতে মর্মাহত। ব্রাডের ঘোষণার পর দেওয়া এক সাক্ষাৎকারে প্রখ্যাত এই পরিচালক বলেন, ‘সে চলে গেলে হলিউড বড় পর্দার জনপ্রিয় তারকাদের একজনকে হারাবে।’ তিনি আরও বলেন, ‘সে অন্য ধরনের এক মানুষ। সত্যি বলতে, আমি ভাবতে পারি না যে আপনি তাঁকে কীভাবে বর্ণনা করবেন।’
অভিনয় ছাড়া ব্রাড তাঁর প্রযোজনা সংস্থা প্ল্যান বি নিয়েও বেশ ব্যস্ত। চলতি বছর তাঁর প্রযোজিত ছবিগুলোর মধ্যে অন্যতম মেরিলিন মনরোর জীবন অবলম্বনে অ্যান্ড্রু ডমিনিকের ‘ব্লন্ড’। এ ছাড়া রয়েছে সারাহ পলির ‘ওমেন টকিং’।
চলতি বছর ব্রাড পিট অভিনয় করেছেন ডেভিড লিচের ‘বুলেট ট্রেন’ ও ডেমিয়েন শ্যাজেলের ‘ব্যাবিলন’-এ। ২ মার্চ প্রকাশিত হয় ‘বুলেট ট্রেন’র প্রথম অফিশিয়াল ট্রেলার। ছবিটি ৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে ২৫ ডিসেম্বর পর্দায় আসবে ‘ব্যাবিলন’।