Kohli invited to play in Kashmir

বিরাট কোহলিকে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের লিগে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে।

কাশ্মীর প্রিমিয়ার লিগের সভাপতি আরিফ মালিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমরা ক্রিকেটকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে চাই, তাই আমরা ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে আমন্ত্রণ পাঠাচ্ছি খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করার জন্য; না হয় স্রেফ অতিথি হিসেবে ঘুরে যাওয়ার জন্য। একটা ম্যাচ অন্তত এসে দেখে যান।

ডন নিউজকে তিনি বলেছেন, কোহলিকে আমন্ত্রণ জানানো উচিত। তবে খেলার সিদ্ধান্ত পুরোপুরি সংশ্লিষ্ট ক্রিকেটারের ওপর। এমন উদ্যোগ সবসময়ই ভালো বার্তা বয়ে আনে। আমি ইতোমধ্যেই নাজাম শেঠিকে জানিয়েছি, সব ক্রিকেট বোর্ড এমনকি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই) আমন্ত্রণ জানানো উচিত।

গত বছর শুরু হয় কাশ্মীর লিগ। আগামী ১ আগস্ট থেকে শুরু হবে লিগের দ্বিতীয় আসর। ১৪ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে।

image_pdfimage_print