কারামুক্ত হলেন মির্জা ফখরুল ও আব্বাস

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারামুক্তি পেয়ে মির্জা ফখরুল বলেন, অন্যায় অত্যাচার জুলম করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমানো যাবে না। আর মির্জা আব্বাস বলেন, অহেতুক নির্দোষ আমাদের কারাবন্দী করে রেখেছে। আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির এই দুই নেতা ৩২ দিনের মাথায় কারাগার থেকে মুক্তি পান।

এর আগে, সোমবার (৯ জানুয়ারি) বিকেলে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। এদিন দুপুরে ঢাকা সিএমএম আদালতের জুডিসিয়াল মুন্সিখানায় তাদের হাইকোর্টের দেয়া জামিনের আদেশ আসে।

গত ৮ জানুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ তাদের ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন। একই সঙ্গে হাইকোর্টে জামিন প্রশ্নে জারি করা রুল আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।