কর্তৃপক্ষের নজর এড়াতে প্যারাগ্লাইডিং করে মরক্কো থেকে সীমান্ত পাড়ি দিয়ে স্পেনের মেলিয়া ছিটমহলে প্রবেশ করেছেন এক অভিবাসন প্রত্যাশী।
শুক্রবার (২ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে দুইজন প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তিকে মাথার ওপর দিয়ে প্যারাগ্লাইডিং করতে দেখেন।
মেলিয়াতে স্প্যানিশ সরকারের প্রতিনিধির দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছালেও ওই ব্যক্তিকে ধরতে সক্ষম হয়নি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্যারাগ্লাইডার নিয়ে এক ব্যক্তি সীমান্তে দুই দেশের কাঁটাতারের বেড়ার কাছের সড়কে নামছেন। ১২ কিলোমিটার দীর্ঘ এই বেড়া প্রায় ২০ থেকে ৩০ ফুট উঁচু।
উল্লেখ্য, মরক্কো থেকে ইউরোপে প্রবেশের জন্য অভিবাসন প্রত্যাশীদের প্রধান প্রবেশপথ মেলিয়া। স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবছরের ১৫ অক্টোবর পর্যন্ত এই পথ দিয়ে কমপক্ষে এক হাজার ১৫৫ জন অবৈধভাবে স্পেনে প্রবেশ করেছে।