"Bangladesh ranks tenth in corona vaccine program"

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে করোনার ভ্যাকসিন কার্যক্রমে দশম অবস্থানে বাংলাদেশ। শুধু তাই নয়, সংক্রমণ ও মৃত্যুর হারও উন্নত বিশ্বের অনেক দেশের চেয়ে কম।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সংগ্রহ করা সাড়ে ২৮ কোটির মধ্যে সাড়ে ১৮ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এদিকে করোনায় দেশে একদিনে ১৬ জন মারা গেছেন। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।

আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ১ কোটি মানুষকে দেওয়া হবে কোভিড-১৯ এর ভ্যাকসিন। রিকশাচালক, ভাসমান জনগোষ্ঠী ও বাদপড়া বিশেষ লোকদেরকে আন্তর্ভুক্ত করতেই এ কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিসিপিএসে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য অধিদফতর।

 
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্লমবার্গের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানান, বাংলাদেশ করোনার ভ্যাকসিন কার্যক্রমে পৃথিবীতে দশম অবস্থানে। আর সংক্রমণ ও মৃত্যু হারও অনেক উন্নত দেশের তুলনায় কম। মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লাখে ২ হাজার ৯০০, রাশিয়ায় ২ হাজার ৪০০ ও ভারতে সাড়ে তিনশ’ লোক মারা গেছেন। যেখানে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ১৭০ জন। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ ভ্যাকসিন কার্যক্রমে সফল।

কোভিড ভ্যাকসিন চলমান প্রক্রিয়া উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ২৬ ফেব্রুয়ারির সরকার দ্বিতীয় ডোজ ও বুস্টার নিয়ে ব্যস্ত থাকায় প্রথম ডোজ পেতে কিছুটা বিলম্ব ও বিড়ম্বনায় পড়বেন। তাই যারা এখনো টিকা নেননি তারা দ্রুত নিয়ে নিন।  

এ সময় মন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত প্রথম ডোজে ১০ কোটি ৩৩ লাখ ডোজ দেওয়া হয়েছে; যা মূল জনগোষ্ঠীর ৮৬ ভাগ। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাত কোটি ৮০ লাখ যা ৬৫ ভাগের বেশি। আর ইতোমধ্যে ৩২ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে।