ওয়েস্ট ইন্ডিজে তিনটা সিরিজেই বাংলাদেশ আপনাকে পাবে কি না?- উইন্ডিজে উড়াল দেওয়ার আগে সাংবাদিকের করা এমন প্রশ্নের উত্তরে কিছুটা মজাচ্ছ্বলে সেদিন সাকিব আল হাসান উত্তর দিয়েছিলেন,আ
‘আমার নাম নাই? আছে তো, তিন ফরম্যাটেই আমার নাম আছে।’উ
ইন্ডিজে যাওয়ার পর তিন ফরম্যাটে নাম থাকলেও তিন ফরম্যাটে নেই সাকিব। ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন জাতীয় দলের সেরা অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিন সাকিবের ওয়ানডে থেকে নেওয়া ছুটি প্রসঙ্গ বিসিবি সভাপতি বলেন, ‘ওইরকম ভাবে আমার সঙ্গে কথা হয়নি। বোর্ডের সঙ্গে এখনও কিছু যেহেতু বলে নাই, আজকে-কালকের মধ্যে ওর সঙ্গে কথা বললে বুঝতে পারবো।’
তবে এরপরেই সাকিবের মৌখিক ছুটি নেওয়াটা অফিসিয়াল ধরে নিতে বলে নাজমুল হাসান আরও বলেন, ‘আমি যেটা শুনেছি যে, সে জালাল ইউনুসকে বলেছে ওয়ানডে না-ও খেলতে পারে। আগেই বলেছে। তবে অফিসিয়ালি বোর্ডকে এখনও কিছু জানায়নি। তবে আপনারা চাইলে সেটা অফিসিয়াল ধরতেও পারেন।’
এদিকে সাকিবের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কে খেলবেন, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি বিসিবি। তবে জানা গেছে, বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুল ইসলাম সাকিবের বদলি হয়ে উড়াল দিতে পারেন ওয়েস্ট ইন্ডিজে।
টেস্ট ফরম্যাটে ৩৮ টেস্ট খেললেও ওয়ানডেতে মাত্র ৯টি ম্যাচ খেলতে পেরেছেন তাইজুল। যেখানে মোটে ১২ উইকেট তাইজুলের নামের পাশে। এদিকে ওয়ানডেতে সর্বশেষ ২০২০ সালের মার্চে কোনো ম্যাচ খেলেছেন এই বাঁহাতি। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে নিয়েছিলেন ৩৮ রানে ২ উইকেট।