ওয়ানডে দেখলে টিভি বন্ধ করে দেন অশ্বিন

গতকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ করেছে ভারত। ওভালে স্বাগতিক ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে তারা। যশপ্রীত বুমরা ১৯ রানে ৬ উইকেট নিয়ে ১১০ রানে গুটিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। অশ্বিনের ওয়ানডেতে অরুচি অবশ্য এমন একপেশে ম্যাচ দেখেই হয়েছে, এমন নয়।

গত কিছুদিনে নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীন টেস্টে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে ইংল্যান্ড। দর্শকদের যে এই ধরনের ক্রিকেট কতটা ভালো লাগে, সেটা মাত্র দেড় ঘণ্টার মধ্যে এজবাস্টন টেস্টের পঞ্চম দিনের সব টিকিট বিক্রি হওয়াই জানিয়ে দিয়েছে। কিন্তু ওয়ানডে নিয়ে দর্শকের মধ্যে এমন আগ্রহ নাকি এখন আর দেখা যায় না।

মাইকেল ভন ও ফিল টাফনেলের পডকাস্ট অনুষ্ঠান ভনি অ্যান্ড টাফারস ক্রিকেট ক্লাবে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন অশ্বিন। সেখানেই বলেন, ‘ওয়ানডের সবচেয়ে বড় সৌন্দর্য হলো, দুঃখিত ছিল—খেলাটার মধ্যকার উত্থান ও পতন (নাটকীয়তা)। একসময় (দলের বিপদে) নিজের মুহূর্তের অপেক্ষা করত এবং ম্যাচটা শেষ পর্যন্ত টানত।’

ভারতের হয়ে ১১৩ ওয়ানডে খেলা অশ্বিনের ধারণা, এক দিনের ক্রিকেট একপেশে হয়ে উঠছে। ব্যাটে-বলে ভারসাম্য থাকছে না। এতে দর্শক অনাগ্রহ বাড়ছে, ‘একসময় এক দিনের ক্রিকেট ছিল এমন এক খেলা, যেখানে বোলারদেরও কিছু করার ছিল। ক্রিকেটপাগল আমি এখন একপর্যায়ে টিভি বন্ধ করে দিই। সত্যি বলছি, এই সংস্করণের জন্য এটা খুবই শঙ্কার ব্যাপার। যখন খেলাটায় আর উত্থান-পতন থাকে না, তখন আর এটা ক্রিকেট থাকে না। এটা তো আকারে বড় আরেকটা টি-টোয়েন্টিই।’

অশ্বিন বলছেন, খুব দ্রুত অবস্থান পরিষ্কার করতে না পারলে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যেতে পারে, ‘এটা প্রাসঙ্গিকতার প্রশ্ন এবং আমার ধারণা, ওয়ানডে ক্রিকেটে তার প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া দরকার। তার জায়গা খুঁজে পাওয়া দরকার।’