ক্রিকেট মাঠের অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ব্যবসার জগতেও অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে যাচ্ছেন। অনেক আগে থেকেই তিনি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত। এ ছাড়া ব্রোকারেজ হাউজ, স্বর্ণ আমদানিকারক ও কাঁকড়া চাষের সঙ্গেও যুক্ত আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন খবর হলো, সাকিব এবার ব্যাংক পরিচালক হতে যাচ্ছেন। সঙ্গে তার মা শিরিন আক্তারও আছেন।
আজ বুধবার সকালেই খবরটি মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সাকিব এবং তার মা শিরিন আক্তারের ফাইল ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা পড়েছে বলেও জানা যায়। এ ব্যাপারে কালের কণ্ঠের পক্ষ থেকে পিপলস ব্যাংকের প্রধান উদ্যোক্তা এমএ কাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাকিব আগে থেকেই ব্যবসায়ী, তিনি আমাদের সঙ্গে আসতেই পারেন। গণমাধ্যমে যেহেতু খবর হয়েছে, তার সত্যতা তো থাকবেই।’
দেশের সব ব্যাংকের প্রতি মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করতে নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। উদ্যোক্তা হিসেবে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে প্রয়োজন হয় সর্বনিম্ন ২ শতাংশ শেয়ারের। পিপলস ব্যাংকের প্রতিটি পরিচালক পদের জন্য সর্বনিম্ন ১০ কোটি টাকা মূলধন জোগান দিতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব আল হাসান ব্যাংকটির মালিকানায় আসতে ২৫ কোটি টাকারও বেশি মূলধন জোগান দিচ্ছেন।
বাংলাদেশ ব্যাংক ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের সভায় বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেনস ও পিপলস নামে নতুন তিন ব্যাংকের অনুমোদন দেয়। সাকিবের পরিচালক হওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘চূড়ান্ত অনুমোদন ছাড়া পিপলস লিজিং কাউকে পরিচালক হিসেবে নিতে পারে না। সিআইবি রিপোর্ট পক্ষে গেলেই কাউকে পরিচালক হিসেবে অনুমোদন দেওয়া হয়।’