এবার নির্মিত হবে শোয়েব মালিক-সানিয়া মির্জার বায়োপিক!

এবার নির্মিত হতে যাচ্ছে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও তার স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার জীবনী নির্ভর চলচিত্র।

রোববার পাক সংবাদ মাধ্যম ডেইলি জংয়ের এক প্রতিবেদনে জানানো হয়, নিজেদের বায়োপিক নির্মাণে ইতোমধ্যেই প্রস্তুতিও গ্রহণ করেছেন জনপ্রিয় এই খেলোয়াড় দম্পতি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সানিয়া মির্জা বলেন, ‘আমরা আমাদের জীবনী নির্ভর সিনেমা বানাতে সংশ্লিষ্ট কয়েকজনের সাথে এখন আলোচনা করছি। করোনাভাইরাসের কারণে এ কাজে কিছুটা ধীর গতি এসেছে, তবে কাজ চলমান রয়েছে।’

নিজে কিংবা শোয়েব কখনো অভিনয়ে আসবেন কিনা জানতে চাইলে সানিয়া জানান, শোয়েবের ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না, তবে তার ধারণা তিনি কখনো ভালো অভিনেত্রী হতে পারবেন না।

সানিয়া মির্জা ক্যামেরার সামনে লজ্জাবোধ করেন। এ কারণে তার মনে হয়, অভিনয়ে তার কোনো স্থান নেই।

কিন্তু খুব শিগগিরই এই দম্পতির একটি টকশোর শ্যুটিং শুরু হতে যাচ্ছে। পাকিস্তানি স্ট্রিমিং সোর্স উর্দু ফ্লিক্সে টকশোটি সম্প্রচার করা হবে। এজন্য হলেও ক্যামেরার সামনে আসতে কিছুটা প্রস্তুতি নিতে হচ্ছে এই পাক-বধূর।