এফডিসি আবার সিনেমা প্রযোজনা করবে

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একটি দল সম্প্রতি তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে দেখা করে। এ সময় তারা সিনেমার মন্দা কাটিয়ে উঠতে এফডিসির প্রযোজনায় সিনেমা বানানোর প্রস্তাব দেয়। বিষয়টি তাঁরা আমলে নিয়েছেন।

সাইফুল ইসলাম আরও বলেন, ‘তবে কবে থেকে ছবি নির্মাণ শুরু হবে, এখনো ঠিক হয়নি। জুলাই থেকে এফডিসির প্রযোজনায় সিনেমা নির্মাণসহ আরও কয়েকটি কাজ হাতে নেওয়ার কথা ছিল। কিন্তু করোনার বিধিনিষেধের কারণে কাজ একটু পিছিয়েছে। পরিস্থিতি ভালো হলে চলতি মাসেই কাজ শুরু হতে পারে।’

এফডিসির পরিচালক (উৎপাদন) শহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে। এটি এখন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পর্যায়ে আছে। তিনি বলেন, এফডিসি থেকে প্রস্তাব পাঠালে মন্ত্রণালয় অনুমোদন দেবে। কোন প্রক্রিয়ায় ছবি প্রযোজনা করা হবে, অফিশিয়ালি সেটা তৈরির কাজ চলছে এখন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহিন কবির জানান, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে আলাপকালে এফডিসি থেকে আবার সিনেমা প্রযোজনার প্রস্তাব দেওয়া হয়। তিনি প্রস্তাবটির সঙ্গে একমত হয়েছেন। তিনি বলেন, প্রযোজকদের একটি ভালো ছবি নির্মাণ করতে গেলে দেড়-দুই কোটি টাকা খরচ হয়। কিন্তু এফডিসির প্রযোজনায় ছবি নির্মাণ হলে খরচ অর্ধেকে নেমে আসবে। কারণ, ক্যামেরা থেকে শুরু করে কারিগরি সব সাপোর্টই এফডিসির আছে। এতে করে একদিকে সিনেমার সংখ্যা বাড়বে, অন্যদিকে কম খরচে ভালো ছবির অভাব দূর হবে। সর্বোপরি চলচ্চিত্রাঙ্গন চাঙা হবে।