এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সাবিনা খাতুনদের বাংলাদেশ। উজবেকিস্তান হতে এখন ঢাকায় ফেরার পালা বাংলাদেশ নারী ফুটবল দলের।
২০২২ সালে ভারতে এশিয়ান কাপ নারী ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা। সেই বাছাইয়ের খেলা বিভিন্ন দেশে হচ্ছে। ‘জি’ গ্রুপের খেলা উজবেকিস্তানে হলো। সেখানে বাংলাদেশ গ্রুপ পর্বের দুই ম্যাচেই হারল। বুধবার (২২ সেপ্টেম্বর) উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ০-৫ গোলে ইরানের কাছে হেরেছে।প্রথমার্ধ ছিল ৩-০। ১৯ সেপ্টেম্বর একই মাঠে প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। উজবেকিস্তান যাওয়ার আগে কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে ২-১ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচটি গোল শূণ্য ড্র ছিল।