ইরানে বিক্ষোভ: নিকাকে হত্যা করা হয়েছে, দাবি মায়ের

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভ চলাকালীন সময়ে নিহত এক কিশোরীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার মা।

মার্কিন পৃষ্ঠপোষকতায় পরিচালিত রেডিও ফারদা’র কাছে পাঠানো এক ভিডিওতে নিহত নিকা শাকারামির মা নাসরিন শাকারামি দাবি করেছেন, তার মেয়ের শরীরে এমন আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সরকারি বিবৃতির সাথে মেলে না।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ১৬ বছর বয়সী নিকার ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে। শ্রমিকেরা এ কাজ করে থাকতে পারে বলে দাবি তাদের।

ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিকার মৃত্যু অন্যতম হাই প্রোফাইল ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত ২০ সেপ্টেম্বর তেহরান থেকে নিখোঁজ হয় নিকা। তাকে পুলিশ ধাওয়া করছিলো বলে নিখোঁজ হওয়ার আগে এক বন্ধুকে জানায় সে।

নাসরিন শাকারামি দাবি করেছেন, নিকার মৃত্যুর কারণ সম্পর্কে তার খালাকে মিথ্যা বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের কথামত সাক্ষ্য দিতে তাকে হুমকি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিক্ষোভের বিরুদ্ধে টেলিভিশনে কথা বলতে দেখা গেছে নিকার চাচাকে। এসময় পেছন থেকে তাকে ফিসফিস করে কিছু একটা বলার জন্য হুমকি দিতেও শোনা যায়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার রাতে নিকা একটি ভবনে প্রবেশ করে যেখানে আটজন নির্মাণ শ্রমিক ছিল। পরদিন সকালে ভবনের বাইরে তার মরদেহ পাওয়া যায়।

তেহরানের আদালত কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ারির বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিকার শরীরের নিম্নাংশ, মাথা, হাত ও পায়ের হাড় ভেঙে গেছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে উঁচু কোনো জায়গা থেকে ফেলে দেয়া হয়েছে।

তবে এই দাবিকে প্রত্যখ্যান করে নাসরিন শাকারামি বলেন, ‘আমি আমার মেয়ের মরদেহ দেখেছি…ওর মাথার পেছনের অংশ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে মনে হয় সেখানে অনেক জোরে আঘাত করা হয়েছে। সেভাবেই তাকে হত্যা করা হয়েছে।’

এর আগে মাশা আমিনির ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, আঘাতের কারণে নয় বরং শরীরের কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়ায় মৃত্যু হয় তার।

image_pdfimage_print