ইরাকে জঙ্গি হামলায় ৯ পুলিশ নিহত, আইএসের দায় স্বীকার

ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলায় অন্তত নয় পুলিশ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। দেশটির পুলিশের দাবি, ওই ঘটনায় এক হামলাকারীও নিহত হয়েছেন। এদিকে হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

রোববার (১৮ ডিসেম্বর) দেশটির রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে হামলার ঘটনাটি ঘটে।

দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই এলাকার চালাল আর-মাতার গ্রামের কাছে প্রথমে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাকে বোমা ছোড়া হয়। এরপর ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে সরাসরি হামলা চালানো হয়।

বাগদাদ থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিবিসি জানিয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল। প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী। কিন্তু আইএসআইএলের সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ইরাকের সরকারি বাহিনী। এর পর এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার।